আমি তো আমার চেয়ে তোমাকে
ভালোবেসে বেসে সারা হতে চাই
পৃথিবীর সব কিছু হারালেও
তোমারে হে নবী কভু না হারাই
আর কারো প্রেমে যেন ডুবে না মরি
যায় যদি ভেঙ্গে যাক জীবন ও তরী
বিপদে সব ঝুকি নিয়ে
তোমার আলোয় আমি পুরে হবো ছাই
তোমাকে পেলে পাবো আল্লাহ তালা
এইভাবে গাথা হবে জয়ের ও মালা
আর কোনো দ্বিধা যেন না থাকে মনে
আল কোরানে যে তুমি আছো গোপনে
জীবন্ত এই আজ হে প্রিয়
তাই শুধু তোমারি ভালোবাসা চাই.
© All Copyright 2025 by Kashful Academy
Made by Fk Borhan With Love