আলহামদুলিল্লাহ, দেশের প্রতিশ্রুতিশীল টিভি চ্যানেল বাংলা টিভিতে ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর জেলার
প্রেজেন্টার হিসাবে নিয়োগ পেয়েছেন কাশফুল কালচারাল ইনস্টিটিউট এর প্রধান পরিচালক জনাব ইকবাল হোসেন।
আজ কাশফুল অফিসে আনুষ্ঠানিক ভাবে জয়েনিং লেটার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলা টিভির ইসলামী বিভাগ প্রধান মাওলানা ফখরুল আশেকী
ও বাংলা টিভির কো- অর্ডিনেটর, ইসলামী বিভাগ আব্দুল হাই সেলিম, কাশফুলের সভাপতি ও সাইনিং স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ – ইমাম হোসেন,
কাশফুলের সহ-সভাপতি ও স্টারলাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) এম আশরাফুল হক ভূঞা, প্রোগ্রাম উপস্থাপনা করেন কাশফুলর পরিচালক শাহাদাত হোসেন সৌরভ।

Leave A Comment