আসসালামু আলাইকুম
কাশফুল একাডেমি একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র
প্রিয় শুভাকাঙ্ক্ষী, অপসংস্কৃতির এই কলুষিত সমাজে সুস্থ সংস্কৃতির স্রোত ধারা নিয়ে আসতে প্রতিষ্ঠা করা হয় কাশফুল একাডেমি । আপনাদের আন্তরিক দোয়া ও ভালবাসায় পানজেরী বাংলাদেশ সহ সারা বিশ্বে ইসলামী সংস্কৃতির আহ্বান ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পানজেরীর নিয়মিত এই দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে অডিও, ভিজুয়্যাল বাবদ লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে, যা পানজেরীর মত প্রতিষ্ঠানের পক্ষে বহন করা অসম্ভব। এজন্য কাশফুল একাডেমির নিয়মিত পরিবেশনায় আপনার প্রতিষ্ঠানের স্পনসর বা ডোনেট কাশফুল একাডেমির পথচলাকে আরো বেগবান করবে ইনশাল্লাহ ।
© All Copyright 2025 by Kashful Academy
Made by Fk Borhan With Love